আমাদের কমিউনিটিতে থাকতে হলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম ও নীতি মেনে চলতে হবে। যেমন:
১) প্রশ্ন কিংবা উত্তর করার সময় এই কমিউনিটির কোনো সদস্যকে সরাসরি আক্রমণ করা যাবে না, বা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কারো সম্মানহানিমূলক কাজ করা যাবে না ।
২) শিক্ষামূলক ব্যতীত রাজনীতি, উস্কানিমূলক বা ধর্ম নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না ।
৩) শিক্ষামূলক ব্যতীত অন্য কোনো প্রশ্নের উত্তরও করা যাবে না ।
৪) কোনভাবেই এই কমিউনিটির সংহতি যেন বিনষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ।
৫) কোনো প্রশ্ন নিয়ে কারো সাথে কোনো প্রকার তর্ক-বিতর্কে জড়ানো যাবে না ।
৬) কোন প্রশ্ন নিয়ে কাউকে উপহাস বা কারো সাথে ঠাট্টা-মশকরা করা যাবে না ।
৭) প্রশ্নের উত্তর করার সময় সর্বদা মার্জনীয় ও সুন্দর শব্দের প্রয়োগ করতে হবে ।
৮) কোনো প্রকার কপিরাইট যুক্ত লেখা পোস্ট করা যাবে না।
- অন্য কোনো জায়গা থেকে কোনো কপিরাইট যুক্ত লেখা কপি করলে এর দায়ভার edutalkbd গ্রহণ করবে না। তা সম্পূর্ণ ভাবে ব্যবহারকারীকে করতে হবে।
- তাই কপিরাইট যুক্ত কন্টেন্ট পাবলিশ করা থেকে দূরে থাকতে নির্দেশ দেয়া হল।
৯) সর্বোপরি এই কমিউনিটি আমাদের সবার তাই সবসময় আমরা চেষ্টা করব যেন এই কমিউনিটির সংহতি বজায় রাখতে পারি।
বিঃ দ্রঃ উপরোক্ত সকল নিয়ম মেনে না চললে আপনাকে কোন প্রকার পূর্ব সতর্কতা ব্যতীতই সরাসরি ব্যান করা হবে।
To be a part of our community, you must adhere to the following rules and regulations:
- Respectful Interaction: When asking or answering questions, always ensure that you do not offend any community member or cause inconvenience to anyone through your questions.
- Academic Focus: Refrain from asking questions that are not related to academics, especially those involving politics, provocation, or religion.
- Academic Responses: Similarly, avoid providing answers that are not related to academic topics.
- Community Harmony: Always strive to maintain the harmony and unity of this community.
- Avoid Disputes: Refrain from engaging in any kind of argument or dispute with anyone over a question.
- No Mocking: Do not mock or make fun of anyone regarding any question.
- Polite Responses: Always provide answers in a polite and respectful manner.
- Community Responsibility: Since this community belongs to all of us, let’s always make efforts to maintain its unity.
Note: Failure to comply with the aforementioned rules may result in your immediate ban without any prior warning.